তুমি কি তাই,
যাকে আমি চাই!
চাঁদ চাইনা,
চাই জোসনা।
যেন হাত বাড়ালেই পাই।
চাইনা তোমাকে,
চাই ভালবাসা
এক করে দেখেনা যে
স্বপ্ন আর আশা।
ঠোটের কোনে হাসি
বুকের মাঝে ছাই,
সেই আগুনে সারা জীবন
পুড়ে যেতে চাই।
বৃষ্টি এলে দৃষ্টি পড়ে
আকাশের ঐ নীলে
কষ্ট গুলো নিত্য করে
আমার মনের ঝিলে।
সেই ঝিলে পম্ম রূপে
তোমায় যদি পাই।
হাত বাড়িয়ে বলবে কি?
যেমন করে ভাবছো তুমি
আমিও ঠিক তাই।