সকালে রোদের আলোর নিপীড়িত আলোকসজ্জা,
বের হওয়া ফের দিনের অবিশ্রান্ত শিওরে পান্তা।
ঐ চলমান কমলা রঙ্গে আলোর বিস্ফোরণ,
রোদেলা মনে রঙ্গ মাতা অক্লান্ত পরিশ্রম।
সৈকাল থেকে বৈকালে নিয়মিত পারাপার অস্থির,
সজ্জাগত আগমনে দিন শেষে মহিয়া সস্থির।
নৈকালের শুরু দিয়ে সৈকাল শেষের প্রান্তর,
অজির করা দিনগুলো সবে শুরু করা আস্তর।
পূর্ণ আতাল পাতাল ঐ চলমান কমলা রঙ্গো,
এইতো দৈনন্দিন চলমান পুতুল ভাস্কো।