কোন এক প্রহরেও,
নিস্তব্ধ হবে না কোলাহল
নিস্তব্ধ হবে না ধরার সংস্রব।

তেমনিভাবেই তোমার প্রতি,
নিস্তব্ধ হবে না,
তোমার চিরচেনা প্রনয়🙂