যদি তোর নদিটাতে
কমে যায় জল,
আমি তবে জল হবো
আষাঢ়ের ঢল হবো,
বাধাহীন ছুটে যাবো
করে কলকল....


যদি তোর আকাশটা
ঢেকে যায় মেঘে,
আমি তবে বায়ু হবো,
সীমাহীন আয়ু হবো
সব মেঘ দূরে নেবো
যেন ঝড়ো বেগে।


যদি কভু কালো দেখি
তোর সোনা মুখ,
আমি তবে তুলি হবো
সব ব্যথা শুষে নেবো
তোর সুখে পেতে দেবো
এই পোড়া বুক।


যদি কভু থামে তোর
জীবনের  গতি,
আমি তবে প্রীতি হবো
মধুময়  স্মৃতি  হবো,
তোকে ছেড়ে যাবো নাকো
কভু এক রতি।