বছর ঘুরে একুশ এলে
সবার যেন ভাঙে ভুল,
নাঙা পায়ে আজকে সবাই
পাহাড় সমান জমছে ফুল।


হায়রে আমার শহিদ মিনার
আজকে তোমার দাম কত!!
নেত্রী-নেতা আমলারা সব
করছে সবাই শির নত।


সালাম রফিক বরকতেরা
আজকে যেন জিন্দা সব,
সবার গায়ে বাংলা পোশাক
আজকে মুখে বাংলা রব।


ফুল সরিয়ে কালকে সেথায়
বসবো হয়ে গাঞ্জা খোর,
ভুল ললনার জড়িয়ে গলা
করবো আমি রাত্রি ভোর।


পাদুকা পায়ে নেত্রী নেতা
বেদীর উপর করবো ভর,
মারবো লাথি সবাই মিলে
সব শহিদের মুখের পর।


সংস্কৃতি আর বিনোদনে
ভিনদেশীদের জয়গান,
অবলীলায় ভুলে গেলাম
রক্তে কেনা ভাষার মান।
------++++++-----