কে গো তুমি সুন্দর,
     সুশোভিত অন্দর
          বাহিরেও যেন তাজা ফুল।
লাল মিহি মখমলে
     পূর্ণিমা চাঁদ গলে
           পরি ভেবে করি যেন ভুল।


কি বলি রূপের কথা
      যেন সে মাধবীলতা
            মায়াবনে ফুটে থাকা কলি।
বিকশিত শুভ্রতা ডালে
      পতঙ্গ পাখনা মেলে
           মধু লোভে জোটে কত অলি।


কপালে তারকা জ্বলে
      জোছনারা করতলে,
              অবগাহি পুলকিত প্রাণে।
তার চোখে চোখ রাখি
       আঁচলে জোছনা মাখি
              আবেসিত প্রেমময় ঘ্রাণে।


পুষ্পিত কোমল কায়া
      কেন যে বাড়ায় মায়া
             কেন লাগে এত অনুরাগ।
অন্তরে বিস্মৃত স্মৃতি
      কেবলই বাড়াই প্রীতি
            মরে যাবো,দেব না তো ভাগ।
---------++++++-----------