তিলতিল করে পাথর সময়
এভাবেই গত হবে,
আজকে রাতের তারাখসাগুলো
ইতিহাস হয়ে রবে।


বিপর্যস্ত মানবতা আজ
মানুষ ভুলেছে নীতি,
ক্ষণস্থায়ী লোভ-লালসায়
ভুলে গেছে প্রেম প্রীতি।


প্রকৃতি ভুলেছে উদারতা তাই
পুষ্পে লাগেনা ঘ্রাণ,
নিয়তির ডাকে অসময়ে গেল
অগণিত তাজা প্রাণ।


আজ তোমাদের রণতরী কই
কোথায় সাবমেরিন,
বিমূর্ত এক করোনার কাছে
সবই তো মূল্যহীন।


বিধাতার রোষে ধ্বংসের মুখে
মানুষ  অর্বাচীন,
দম্ভ ও দ্রোহে যায় কী রে শোধা
খোদ্ বিধাতার ঋণ?


সমবেত হও তাঁর পতাকায়
বংশ-বিবাদ ভুলে,
মহামারী সহ সমূহ বিপদ
আল্লাহ নেবেন তুলে।
-------++++-------