তোর মনপুরীতে মন পোড়াতে
আর কখনো আসবো না,
তুই পাষাণীর হৃদয় নদে
আর কখনো ভাসবো না।


তোর সিঁথীর ঐ সিঁদুর দিয়ে
হাত দু'খানা রাঙবো না,
তোর লাগিয়া পাষাণ পুরীর
সিংহ দ্বার আর ভাঙবো না।


সেই স্বপ্নীল মায়া ডোরে
আর কখনো বাঁধবো না,
তোর জলসায় আর কোন দিন
সেই চেনা সুর সাধবো না।


তোর ভাবনায় রাত জাগিয়া
আর কখনো কানবো না,
অনুভূতিরর খড়গ কৃপাণ
আর কখনো শানবো না।


তোর কাননের ফুল ডোরে
আর কোন দিন দুলবো না,
তোর হৃদয়ের শার্শি ধরে
আর কখনো ঝুলব না।


তোর কপালের ঝুলন্ত চুল
আর কখনো নাড়বো না,
তোর উঠোনে পা দু'খানা
আর কখনো মারবো না।


আত্মা থেকে শাসন সোহাগ
আর কোন দিন করবো না,
মুক্তি দিলাম আজকে থাকে
এমন প্রেম আর গড়বো না।।
-------++++++----------