পিতা তোমায় রক্তে পুষি
রাখছি হৃদয় অন্দরে,
তোমার তরী বান্ধা আজও
আমার মনের বন্দরে।


তোমার খুনে রাঙালো হাত
খেললো হলি রাজপথে,
দুঃখে মরি খুনির দোসর
বক্তৃতা দেয় মাঝপথে।


তোমার নামে কেতন ওরে
দখল করে কক্ষপথ,
সাধ্য কি গো হিংসাকারির
রুখবে তোমার বিজয় রথ?


তুমি যাদের বলছিলে চোর
পড়ছে মনে সেই ভাষণ,
সেই চোরারাই নেতার বেশে
করছে সোনার দেশ শাসন।


গরীব  দুখির  রক্ত  চুষে
করছে উজার সিংহাসন,
আমজনতার হৃদয় খুরে
অন্যায়  আর  দুঃশাসন।


প্রতিহিংসায় বিচার বিহীন
ডোবা নালায় ভাসছে লাশ,
থাকলে বেঁচে হারামজাদা
কু-কীর্তি সব করবে ফাঁস।


পিতা তোমার লাশের কসম
জ্বলছে মানুষ স্বস্তিহীন,
দ্রব্যের দাম লাগাম ছাড়া
বাড়ছে শুধু দিনকে দিন।


যেমন স্বপ্ন লালন করে
নিজের জীবন করলে শেষ,
দেখলে নিজেই থমকে যেতে
এই কি সোনার বাংলাদেশ?
-------+++++-------