স্মরণীয় "একুশ"
            -ইয়ামিন বসুনিয়া
*********************
একুশ আমার চেতনা
        একুশ আমার বিশ্বাস,
একুশ আমার সৃষ্টিসুখে
        হৃদয় ভরা নিঃশ্বাস।


একুশ আমায় গন্ধ বিলায়
        মায়ের ভাষার সৌরভে,
একুশ আমায় তৃপ্ত করে
        সম্মান আর গৌরবে।


একুশ আমার ছাত্র সেনার
        বুলেট বিদ্ধ ঝাঁজরা বুক,
একুশ আমার বৃদ্ধা মায়ের
        পুত্রহারা মলিন মুখ।


একুশ আমায় শক্তি যোগায়
        সঞ্জীবনী  মর্মমূল,
একুশ আমার শত্রুদলের
        চিরন্তনী  পিত্তশূল।


একুশ আমার ভাষা সহিদের
        হাসি মুখে রক্তপাত,
একুশ যেন করলো প্রমাণ
        বাঙালি যে বীরের জাত।


একুশ আমার মায়ের বুকে
        পুত্রহারা দীর্ঘশ্বাস,
একুশ যেন দেয় ঘোষণা
        স্বাধীনতার পূর্বাভাস।


একুশ দিল স্বমহীমায়
        বাংলা ভাষার বিশ্বমান,
একুশ বলে রুখতে হবে
        ভিন্ন ভাষার আগ্রাসন।


একুশ আমায় সাক্ষী রাখে
        সেই ইতিহাস সৃষ্টিতে,
একুশ আমার সম্মানী তাই
        বিশ্ববাসীর দৃষ্টিতে।
------++++++-------