সিয়ামের মাস শেষ হলো প্রায়
       শিক্ষা হলো না তবু,
আশেপাশে কত ধনীজন আছে
     দেখে নাতো মোরে কভু।


সেহেরিতে তুমি রাজভোগ খাও
        বড়লোক তুমি জানি,
আমার নসিবে জোটে না আহার
       খেয়ে থাকি শুধু পানি।


তোমার  কুকুর  টম আর  টমি
        প্রতিদিনে যত খায়,
ছিটেফোঁটা তার পায় নাতো খেতে
        আমার অসুখী মায়।


পাইক পেয়াদায় মহা সুখে থাকো
         শীতাতপে কাটে দিন,
রোজা মুখে আমি মজদুরি করি
          শুধিতে জনম ঋণ।  


ইফতারি  কর  বাহারি  খাবারে
       রকমারি ভুঁড়ি ভোজ,
আমি  দীনহীন খাই বা  না  খাই
     কেউতো কর না খোঁজ।


তোমার পরনে  রাজকীয় সাজ
        আতর গোলাপ কত,
আমি যাবো মাঠে পুরনো বসনে
        তালি দেয়া শতশত।


তবু তোমার জন্য প্রথম কাতারে
         থাকবে গালিচা পাতা,
আমি  অভাগার  ময়দান  শেষে
         খড়কুটো লতাপাতা।


মানবতা  আর  মহানুভবতা
     ধুলোয় মিশেছে আজ,
বড়লোকে দেখে বড়লোক শুধু
      রাজা দেখে মহারাজ।
--------++++++--------