ধুলো ওঠা সড়কের পাশে মানুষের বাস।
রাতের ল্যাম্প পোস্টের হলুদাভ আলোয় ছুটে চলে প্রকৃতির শ্রেষ্ঠ সৃষ্টি ।
দূর আকাশের জোৎস্না যেখানে মলিন।
পায়না তার স্বকীয়তা!
চাঁদটাও দু চোখে অদৃশ্য,
গড়ে ওঠা সুরম্য দালানের ভীরে।


চার রাস্তার মোড়ের পাশে পরে থাকা ডাস্টবিনে,
কাকেরা ভীড় করে রিযিক তালাশে।
সাথে পাল্লা দিচ্ছে উস্কো-খুস্কো এলো কেশী
ক্ষুধার রাজ্যের রাজা আদম সন্তান!
চলছে ক্ষুধা নিবারনের প্রতিযোগিতা।


সদ্য যৌবনে পা দেয়া বালকটি
আবিষ্কার করে ফেলে প্রেমিকার গোপন তীল।
কালেমাহীন মধুচন্দ্রিমায় আগমনী বার্তা
নিয়ে আসে
তৃতীয় পক্ষ।
অপরিপক্কতায় নারাজ হয় হবু জনক জননী।
নাযেল হয়  (ভ্রুনের) মৃত্যু।


এই শহরে মিছিল বের হয়,
ধর্ষণের বিরুদ্ধে!
লেইট নাইট পার্টিতে
স-ইচ্ছায় নিজেকে উজার করা মেয়েটিও
দাঁড়ায়, মিছিল সম্মুখে!
অথচ, নিজেকে স - ইচ্ছায় ধর্ষিত করে চায়
অন্যের, জোরপূর্বক ধর্ষণের বিচার!!!
নিজ সার্থে টান পরলে,
সেও মিথ্যার আবরনে নিজেকে ঢেকে
সাজে , ধর্ষণের ভিক্টিম।


এ শহরে বসবাস করা মানু‌ষেরা
অচিরেই রচনা করবে " মনুষ্যত্ব সমাধি "।
কুকুর বেড়ালের বিচরনে,তা সর্বদাই মুখর রবে।