তোমার কান্না আমি দেখেছি
তুমি কখনো পুরুষের কান্না দেখেছো?
নারী কাঁদে কারো সামনে
আর পুরুষ কাঁদে চোখের আড়ালে।


তোমার চোখের জল আমি দেখেছি
নিজের সব পথ বন্ধ করে
তোমার পথে নিজেকে চালিয়েছি
আজ সে পথে আমি একা, তুমিও নেই।


তোমরা বলো পুরুষ সাশিত সমাজ
নারী নির্যাতিত, নিপীড়িত, লাঞ্চিত
আমি বলি, সমাজ সমাজের জায়গায়
মনুষত্ব আর বিবেকের অবক্ষয় মাত্র।


নারী নির্যাতিত হয় সমাজে, তাদের ভুলে
আর পুরুষ নির্যাতিত হয় জীবনে, ভালোবেসে
হয়তো নারী ছলনাময়ী, পুরুষ ভন্ড
কিন্তু নারী-পুরুষের ভালোবাসা এখনও সত্য।


ভালোবাসতে জানলে আর বিবেক সমুন্নত থাকলে
পৃথিবী হয় স্বর্গ, সংসার হয় বাগান
মানুষ হয় মানুষের, ভালোবাসা থাকে চিরন্তন
আর সমাজ হয় রংতুলিতে আঁকা সুন্দর ছবি।