যেদিন তোমার পথের ধুলায় লুটাবে
আমার দেহখানি, সাদা কাপড়ে জড়ানো।
কাছে এসো না বন্ধু,
কেঁদে উঠবে আমার নিথর দেহখানি।
দুর থেকে দেখো, যদি সইতে পারো
ভেবে নিও ভুল দেখেছো
না হয় ফিরে যেও।


যেদিন দুজনে মিলেছিলাম পথের বাঁকে
ধরেছিলাম হাত দুজনাতে
ভালবেসেছিলাম অবারিত যৌবনে
বুনেছিলাম স্বপ্ন, রঙিন ভুবনে।


তোমার নিঃশ্বেসিত ভালবাসা
আঁধারে ঢেকে দিয়েছিলো আমার ভুবন
নতুন ভালেবাসার হাতছানিতে
তখন সূর্য্ আলোকিতো তোমার জীবন।


যুদ্ধ করেছি বেঁচে থাকার নিয়মে
জীবন কেটেছে বন্ধু তোমার বিহনে
তোমার স্বার্থময় ভালবাসা,
ভেঙ্গে যাওয়া স্বপ্নের ব্যাথা,
শিকল পড়ানো বাস্তবতার তিক্ততা,
তবু ভুলিনি বন্ধু, তোমার সেদিনের ভালবাসা।


আজ চারিদিকে আঁধারে ঢাকা
সাদা কাফনে জড়ানো আমি একা
অন্তহীন যাত্রা পথে আছে কত জনা
তবু আমি চলবো একা
বিধাতার নিয়মে আমি আজ বাধা।


যদি তোমার মৃত ভালবাসা কাঁদে
তবু চোখের জল ফেলো না
আমি সইতে পারবো না
তোমার অশ্রুসিক্ত মাটি
আমাকে শান্তিতে ঘুমোতে দেবে না।