অস্তমিত সুর্য্যের মত, আমি যখন অস্ত প্রায়
তখন হঠাৎ করে তোমার উদয়, আমার জীবনে।
তোমার নতুন আলোয় উদ্ভাসিত আমি
আলোকিত আমার অন্ধকার, ভালবাসার নিবেদন তোমার।


সুখ ছিল, জীবন চলছিলো
নিয়মের ব্যাতিক্রমে, আমাদের নিয়মে।
হাসি আর আনন্দ ভরা জীবনে
বাগানে ফুল ফুটেছিলো।


ভালবাসার উন্মাদনায়, হারিয়েছিলাম আমি,
আমাকে, তোমার ভালবাসার মাঝে।
স্বপ্নগুলো রচিত হচ্ছিলো, আমাদের হয়ে,
বাতাসে সুর ছিলো, পখিরা গান গাইছিলো।


জোছনা আলো ছড়ালো, ভালোবাসার বন্ধনের
নিঃশেষিত আমি, জীবনের নতুন জয়গানে।
স্বপ্নরা ডানা মেললো, তোমার আল্পনা রঙে
জীবন ফিরে পেলাম, তোমার ভালোবাসাতে।

জীবন আনন্দময়, সুখ হলে তুমি
পথ হারা আমি, নীড় হলে তুমি।
ভালবাসার রাজ্যে, রানী হলে তুমি
জীবন মধুময়, প্রমান করলে তুমি।