স্বাধীনতা আজও আমাকে কাঁদায়,
আমি আর কাঁদতে চাই না।


আমি সেই স্বাধীনতা চাই,
যা সত্যিকারের পরাধীনতার শিকল মুক্ত।
আমি সেই স্বাধীনতা চাই,
যা শাসক গোষ্ঠির শোষনের চাদরে ঢাকা নয়।
আমি সেই স্বাধীনতা চাই,
যা আমার মুক্ত চেতনার অন্তরায় নয়।
আমি সেই স্বাধীনতা চাই,
সেখানে আমাকে পদতলে পিষ্ঠ করে কেউ উপরে উঠবে না।
আমি সেই স্বাধীনতা চাই,
যা আমাকে আমার অধিকার ফিরিয়ে দেয়।
আমি সেই স্বাধীনতা চাই,
যেখানে বিচারের বানী নিভৃতে কাঁদে না।