ওহে প্রজাপতি, কোথায় তুই চলে গেলি?
কালের সীমানা অতিক্রম করি।
সেদিন তো ছিলি আশেপাশে আমারে,
আজ তুই নাই।
জানিস কি তুই কত দুঃখ করে মোর মন তোর লাগি?
তোর ওই রঙিন ডানাদুটির লগে--যেন আমারি মনের রঙের বাহার।
তোর ওই অচঞ্চল উপস্থিতি ফুলেরে উপরে রহিয়া
ভরিয়া তুলিত পৃথিবীরে হাসি-খুশিতে।
তুই আজ আর নেই।

ওহে প্রজাপতি, তুই আবার ফিরিয়া আয়,
রঙিন কর মোরে।
তুই যে সেই চলে গেলি,
মোরো মনেরো রঙিনতা মুছে দিয়ে গেলি।
আজ আমি একা, প্রবল একা।
মন যে করে খা খা মরুভুমিরে মতো,
যেন জোত্‍স্না চাঁদের মহিমা হারাইয়া কলঙ্ক পরিয়াছে বহুবছর ধরি-- মন এই মোর মন।