মন তীরে স্বপ্নেরা বিজয়ের কেতন উড়ায়
নীলাকাশ পাড়ি দিয়ে হেরবে লোচন ও শহর,
সকল দুঃখ সহে পৌঁছাবে সুখের চূড়ায়,
যেথায় বইবে ওই কাঙ্ক্ষিত সুধার নহর!


কভু চাহে মরু-সাহারার বুকে খাবে গড়াগড়ি
হৃদয়-দুয়ার খোলে হাসবে তখন প্রতিক্ষণ,
কাঁধে কাঁধ রাখবো, আছে যত বিদ্বেষী-অড়ি
হাসবো আমি আর হাসবে এ নিখিল ভূবন!