ওরাও ভয় পায় শব্দের, বর্ণের বুননে
ভয়গুলো গেঁথে গেছে মগজে
মন ও মননে।


বয়স পেরিয়েছে সাহসের
সেইসাথে বিবেক ও কলমের
কোথায় লুকাবো আমি আজ?
এ লাজ-লজ্জা ও শরমের।


মনে হয় মরে যায় কি লাভ?
বদলানো যাবেনাতো স্বভাব
এ সমাজ, রাষ্ট্র ও পৃথিবীর
সবখানেই নষ্টামী রাজনীতির।