তোমার জন্য ছেড়ে এলাম
পাখির কুজন সবুজ বিজন
প্রিয় স্বজন স্নেহমাখা
ভালবাসার স্বপ্ন অাঁকা
সোনালী দিন।


তোমার জন্য শরীর পেতে
রক্ত দিলাম ফোঁটায় ফোঁটায়
কি দুঃসাহস!
অস্ত্র নিলাম বুকের মাঝে
ভয়কাতুরে,বীরের বেশে
অবশেষে।


সেই তোমার আজ যুবক বয়স
গর্বিত পা ধরার বুকে
কিন্তু আমি
এখন আবার ভয়কাতুরে এই সময়ে
যাদের জন্য এতকিছু
ভাঙা-গড়া,ওলট-পালট,জীবন-মরণ
স্বপ্ন হরণ।
১৮-১০-২০১৬ কবিতাকুঞ্জের দুইদশক পূর্তি উপলক্ষ্যে