যুদ্ধতো চলছে
চলবেই যুদ্ধ
যুদ্ধ ছাড়া আর
সব পথ রুদ্ধ।


মন ও মননের
সৃষ্টি-ধ্বংসের
মানবতা,ন্যায়নীতি
ধর্ম,সুশাসনের
দ্বিধাহীন চিত্তে
নিজ মত প্রকাশের
যুদ্ধতো চলছে যুদ্ধ।


চাকুরীর হাহাকার
অসাধুর কারবার
হালাল ও হারামের
ধারেনাতো কেউ ধার
লুটে পুটে খায় সব
করে দিযে নিঃস্ব
দালাল আর দালালীতে
ভরাডুবি বিশ্ব
যুদ্ধতো চলছে যুদ্ধ।


চোখ,কান বন্ধ
যেন সব অন্ধ
দেখেও দেখেনা
ভালো কিছু শেখে না
ফিরে যায় পিছনে
নিয়ে যায় আঁধারে
বিশ্বের সবকিছু
বিধাতার ধাঁধারে
যুদ্ধতো চলছে যুদ্ধ।


বাঁধারে
ভালো কিছু করবার
ভালো পথে চলবার
হয়রান
প্রতি পদে পদে যে
পানি নেই
নদী ও নদে যে
খরা আজ জীবনে
যৌবনও লুপ্ত
আগ্নেয়গিরি জেনো
রয়েছে সে সুপ্ত
একদিন
দাউ দাউ
জ্বলবে সে জ্বলবেই
যুদ্ধতো চলছে চলবেই।