শাহ ওয়ালিউল্লাহ রহ.- এর চিন্তাস্রোত ও তাঁর পবিত্র চিন্তাঙ্গণের সূত্র থেকে
আমরা কখনোই বিচ্ছিন্ন হইনি।


মাওলানা আব্দুর রহিম রহ.- এর হাত ধরে আমাদের বেড়ে ওঠা।


শাহ আব্দুল আজিজ রহ.- এর বিপ্লবী ফতোয়ায়
আমরা গর্জে ওঠেছি জিহাদি পৌরুষে।


ইমামে বালাকোট সাইয়েদ আহমাদ শহীদ রহ.- এর
সংগ্রামী চেতনায় আজো বদরের শক্তি পাই।


ফেরেশতা নেমে আসে আসমান থেকে আমাদের সাহায্যে।


নূর মোহাম্মাদ ঝানঝানবি, মুহাজিরে মক্কী,
রশীদ গাঙ্গুহি রহ. থেকে আমরা শিখেছি দীন বিজয়ের সবক।


জিকির করেছি গঙ্গা, যমুনা আর কীর্তনখোলার
প্রতিটি ঢেউয়ের সাথে তাল রেখে।


আমরা কালের প্রভাব, জামানার থাপ্পড় আর
ভীতু- কাপুরষদের হৈ- চৈ এ কান দেইনি কোনো কালে।


সিপাহি সংগ্রাম থেকে রেশমি রুমাল হয়ে দারুল উলূম দেওবন্দে
আমরা এঁকেছি দীন বিজয়ের জলছাপ।


মাল্টার বন্দী, আন্দামানের নির্বাসন, ফরায়েজি আন্দোলন থেকে
বাশের কেল্লার তিতুমীর হয়ে হাফেজ্জী হুজুর রহ.-এর তাওবার ডাক শোনে
আমরা জমায়েত হয়েছি সৈয়দ ফজলুল করীম রহ.- এর ইবাদতের রাজনীতি'র প্রতিষ্ঠিত নববি সিয়াসতের মারকাজে...


ইবাদতের রাজনীতি'র এই দূর্গ আমাদের আশ্রয়।
মুমিনের আজকের ঠিকানা।


মুমিনের এই আশ্রয় পরিত্যক্ত করতে চায় সময়ের ইবনে সাবার উত্তরসূরীরা...


বলি, আমাদের পথচলা কখনো থামেনি।
আমরা কখনোই থেমে যাইনি।


ওয়ালিউল্লাহ থেকে মুফতি সৈয়দ রেজাউল করীম!
আমরা কখনোই এঁদের সাথী হওয়া থেকে দূরে চলে যাই নি।
আর আমরা এঁদের থেকে কখনো বিচ্ছিন্নও হইনি।