শূনেছি আজ বহু দিন পর আজীব এক কথা,
নারীর কদমে পুরূষ নাকি লুটাবে তার মাথা!


নারীরা হবে শাসক সবার পুরূষ হবে প্রজা,
আজব এক দেশ আমাদের গজবী এক রাজা।


গোলামী ছেড়ে মুক্ত হও ইমাম হও নিজে,
আপোষকামী হয়োনা কভু স্বাধিকার নাও বুঝে।


ওরে!অধিকার দিতে গোয়ার্তামি করে যদি কেউ কভু,
কন্ঠে কন্ঠে আওয়াজ তোল আল্লাহ আমার প্রভূ।


সাহস নিয়ে হুংকার দিয়ে সত্য কথাই বল,
পরিণামে যদি জেল-জুলুম হয় সে পথধরেই চল।


পেয়োনাকো ভয় কদম বাড়াও আল্লাহ তোমার সাথী,
এখানে-ওখানে-সবখানে তিনি জ্বালাবেন আলোর বাতি।


কিসের ভয় এত সংশয় সাহস নেই কেন বুকে?
তোতা পাখীর মত অন্যের বুলি কেন বল নিজ মুখে?


রক্তের দামে কেনা স্বাধীনতা আজ পরাধীন কেন?
নিজেই নিজেরে চিনলেনা যদি লোকে চিনবে কেন?


হীনমন্যতা-তুচ্ছতা যদি থাকে তব অন্তরে,
তবে কেন হায় মূল্য দেবে তোমায় যুগ-যুগান্তরে!


বিশ্বাস যদি হয় দুর্বল ইয়াকিন থাকেনা মনে,
তবে কেন তুমি ভন্ডামি কর রিয়া' দেখাও ময়দানে?


খালিদ কাসিম রশীদ কাহীনি সবই তোমার জানা,
তবে কেন তুমি নারীর কদমে, বিবেক করেনি মানা?


তুমি জাতীর কলঙ্ক আজ মলিন করেছ তার মুখ,
জানি আমি জানি নিশ্চিত তোমার হবেনা কোথাও সুখ।


ওহে পোড়ামুখি নাদান- কাঙাল মনে নেই সেই কথা!
পুরুষের অধিনে থাকবে নারী নত রবে তার মাথা।


নারীরা তো নয় ভোগের পণ্য রাস্তার ধুলা-বালি,
নারীরা হল মানুষ গড়ার ত্যাগী এক মালী।


বোনেরা আমার রাগ করোনা করিনিকো বদনাম,
তোমাদের কথা আছে কোরআনে সম্মান দিয়েছে ইসলাম।


হাদীস-কোরআন সবি তুমি আজ ভুলে গেলে হায়!
ভুলে গেলে কেন সত্য কথা স্বার্থের মিহি আশায়!


কোরআন-হাদীস বলেছে সত্য নেই তাতে সন্দেহের লেশ,
ধোকা দিয়ে তুমি বনেছ বোকা তুমিই হবে নিঃশেষ।


থাকতে সময় ভালো হয়ে যাও ফেরার সুযোগ আছে,
সত্য কথা বলে দাও আজ সকল লোকের কাছে।


হয়তো তুমি নাজাত পাবে মালিক দেবেন মাফ,
তোমার দুয়াতে হয়তো আমি হয়ে যাবো পাক-সাফ।


রচনাকাল→
সেপ্টেম্বর'২০১৪ ঈ.