স্নিগ্ধ সকাল নির্মল বাতাস পাখীর কন্ঠে সুর,
শিশূর কলরব, কুরআন তেলাওয়াত একাত্তরের ভোর।
হঠাৎ জুলুমে ভরে গেল দেশ; অরক্ষিত দুয়ার,
জাগূক সবাই উঠুক এবার স্বাধীনতার জুয়ার।
স্বাধীনতা মোদের বন্দী ছিল পাকিস্তানের হাতে,
তাই সকলে করল লড়াই পাকসেনাদের সাথে।
অস্র হাতে সবাই এবার মুক্তি-সেনানী,
বীর বাঙালী শোনালো শেষে বিজয় কাহিনী।
তোমার জন্য আমরা কভূ হইনি আপোষকামী,
স্বাধীনতা তুমি আমাদের নিকট জীবনের চেয়ে দামী।
তোমার জন্য আমরা কখনো করিনি প্রকাশ ভীরুতা,
আমাদের সীমানায় রক্ষিত হও হে প্রিয় স্বাধীনতা।


জাসাকা
রাত ১০:৫৫
২৯.০৩.১৫ ইসায়ী।
রবিবার।