উম্মত আজ রাহবারহারা
পথ খুঁজে নাহি পায়,
সামনে পিছনে সবখানে
জালিমেরা শূধু শাসায়।


বইছে সবার সবখানে
রক্ত নহর নিত্যজারী,
কান্নার ঢেউ রক্ত সাগর
জুলুমবাজি আহাজারী।


ব্যথার পাহাড় কষ্ট সাগর
সন্তানহারা মায়ের মুখ,
দীর্ঘায়িত হচ্ছে দেখো
স্বামীহারা বোনের শোক।


শান্তির আশা দূর বহুদূর
মুক্তি কোথায় মিলবে হায়!
চলছি মোরা মস্কো মুখে
কেমনে যাবো মদিনায়!