[ ইমরান স্বরণে]

বৃষ্টি পড়ছিলো
আমি রেস্তোরাঁর বারান্দায় দাঁড়িয়ে ছিলাম,
বের হতে পাড়ছিলাম না।


ফের রেস্তোরাঁয় বসাও সমীচীন নয়
বাইরে অঝোরে বৃষ্টি হচ্ছিল।
যেন আকাশ ভেঙ্গে পড়েছে।


আমি বৃষ্টিস্নাত চোখে বাইরে অবলোকন করছিলাম,
অস্থিরতা আমার সারা দেহজুড়ে টিপ টিপ পড়ছিলো।
মন শান্ত রাখার জন্য পায়চারি করারও সুযোগ ছিলনা,
আবার এও অসম্ভব ছিলো যে দাঁড়িয়ে থাকি।


অথচ আমি তোমার অপেক্ষায় ছিলাম।


বৃষ্টিভেজা হয়ে তুমি এলে
এবং আমার কিনারে দাঁড়ালে।
আমি জানতে চাইলাম কোথায় ছিলে?
তুমি বললে; তাঁর কাছে ছিলাম।


রেস্তোরাঁর বারান্দায় দাঁড়ানো আমার জন্য
অসহ্য হয়ে গেলো
আমি রাস্তায় নেমে পড়লাম এবং ভিজতে লাগলাম।


মনে হলো; আকাশ ভেঙ্গে বৃষ্টি পড়া যথার্থ ছিলো।


হৃদয় ভেঙ্গে কান্না আসার আগে
আকাশ ভেঙ্গে বৃষ্টি হওয়া ভালো।
অনেক ভালো।