তুমি স্বার্থের টানে রাজপথে
ঝড়াও রক্ত ঘাম,
এদিকে রক্তাভাবে নিয়ত ডুবে
প্রিয় নবির ইসলাম।
তুমি ক্ষমতার লোভে মত্ত হয়ে
কাটাও সময় বেগোড়,
এদিকে গঞ্জে-গ্রামে দেখো
অশ্লীলতার তোড়।
তুমি ঘর বাড়ী আর বালাখানা
নিয়ে ব্যস্ত অবিরত,
এদিকে সারা দুনিয়ায় দেখো
মুসলিম মরে শত।
তুমি একটু সুখের আশায় আজি
নামায ছেড়েছ হায়!
বলতো প্রভু কেমন করিয়া
তোমাকে প্রিয় বানায়?


রচনাকাল→
১৮.০৫.১৭ঈ
বৃহঃবার, ১৯ মাইল,সিলেট।