দেখ ঐ আঁধার দিনে
আকাশ জুড়ে নামে যখন
কালো মেঘের ছায়া।
ত্রস্তে পাখি  নীড়ে ফেরে
মাঝ দরিয়ার নৌকাগুলো
পাড়ে থাকে বাঁধা।
মেঘের দল আকাশ ঢাকে
সূর্য যায় না দেখা।
এমনি করে কালের ধারায়
আলো ছায়ার খেলা।
চুপটি করে থাকা সময়
হঠাৎ বলে কথা।
দিগন্তের শেষ সীমানায়
ঝিলিক দেয় ক্ষীণ আলোর রেখা।
মেঘের আড়াল ছিন্ন করে
আবার সূর্য যায় যে দেখা।