স্বপ্নতো সবাই দেখে
ক'জন নিজের আরাধ্য স্বপ্নকে
সোজা এনে করপুটে সাজাতে পারে?
চোখ রাঙাতে পারে
নিজের না পারার ব্যর্থতাকে।
অনতিক্রম্য নিয়তির পায়ের কাছে
হাটু গেড়ে বসতে পারে
ছিড়ে ফেলতে পারে রশি
ভাঙতে পারে অদৃশ্য দেয়াল?


কাছ থেকে দেখতে পারে
ইচ্ছা অনিচ্ছার যত ভুল
সব প্রতিকুলতা ঠেলে
ফোটাতে পারে পারিজাত ফুল?
আদায় করে নিতে পারে
অনাদায়ী যা কিছু অধিকার।
বৃত্তের বাইরে এসে
অবসান ঘটাতে পারে বন্দী দশার?


সকলে কি পারে?
না কি মেনে নেয় দাগ টানা ঘর
ঝুঁকিহীন স্থবির প্রহর।
সাজানো বাহির তার
এলো মেলো ভিতরের সব কিছু
পিছুটান ছাড়ে না কভু তার পিছু।


অথচ সবাই নিজেকে বদলাতে চায়
এগিয়ে যেতে চায়
ভেঙ্গে দিতে চায় এই জড়তা।
মেনে নিয়ে আত্নঘাতি স্বার্থপরতা
থাকতে চায় না দুই খন্ড হয়ে 
নিরেট বাস্তবতা আর 
অবিরাম স্বপ্নের কাছে যাওয়ার 
অদম্য বাসনার মাঝে।