পাখি যে কোথায় পায় উড়ার প্রেরণা!
অবাধে আকাশে মেলে তার ছোট্ট ডানা।
নদীর প্রেরণা জানি আজও অজানা
সব বাধা পেরিয়ে ছোটে সাগর মোহনা।


গাছের প্রেরণা বুঝার আছে কি উপায়?
না দেখেই আলো পানে কিভাবে সে ধায়!
ফুলের প্রেরণা ঠিক কোথায় যে আছে ?
নিজে নিজে ফুটে উঠে আনন্দে নাচে।


কবিতার ফুল ফোটে কিসের তাড়নায়?
বোধের মাধুর্য জাগে বিষাদ ছায়ায়। 
কবির প্রেরণা থাকে সত্য সুন্দরে!
মিথ্যার আঁধারে জ্বলে আলোক অক্ষরে।