গল্পের সব অধ্যায় পার হয়ে
পাঠক যখন
একটা রুদ্ধশ্বাস সমাপ্তি আশা করে
তাকেই বলে ক্লাইম্যাক্স।
আচ্ছা এই গল্পের সমাপ্তি কি?
এই গল্পের শেষ অধ্যায় বলে কিছু নেই?


আছে।
তবে তা বৃত্তাকার।
মানে?
এই গল্পের শেষটা অনেকটা এই রকম
প্রকাশক চায় বই এর দাম কমাতে
তারজন্যে প্রয়োজন বেশি বই বিক্রি হওয়া।
আবার বই এর দাম বেশি বলেই
পাঠক বেশি বই কিনতে পারে না।


বুঝলাম না!