আমি এখনো এ ঘরে বসে সে বাজন শুনি
পুতুলের বিয়ে আম পাতা বেল পাতা
দু’টাকা দরে প্লাষ্টিকের বাসন টুং টাং,
কি করে যে মাটির চাক বিয়ের মিষ্টি হয়ে গেল?
বড় ইচ্ছে জাগে গোল্লাছুট বৌ ছি.. কানামাছি-
চোর পুলিশ খেলি, নিরপরাধীর শাস্তি তুলে নেই
উদ্ঘাটন করি সু উচ্চে ঝুলানো বড় ঘড়ার রহস্য।
বাবুদের দু’পট চাল ডাল মাঝির খেতের আলু অদৃশ্য,
বনের মধ্যে ক জন
ভীজে কাঠ ধোঁয়া কাশি হাসি ঠাট্টা বনভোজন।
হাট মাঠ স্কুল ছোটাছুটি পরিবেশ রক্ষা মিছিল
(এই গ্রমের কল্পনা খোলা পায়খানা রাখব না রাখব না)
সংসার খুূুঁটিনাটি মায়ের মাখা ভাত কোথা গেল এই সব
হাসি মুখ নিষ্পাপ দেহ অমলিন শৈশব।