দিচ্ছি অভিশাপ, যারা ক্ষমতার বড়াইয়ে
সত্য মিথ্যার লড়াইয়ে,
মিথ্যাকে করছে সত্যি।


দিচ্ছি অভিশাপ, যারা উচ্চাসনে বসে
নিম্নাসনকে চুষে,
পুরছে পকেটে আম জনতার বৃত্তি।


দিচ্ছি অভিশাপ, যারা দেশ প্রেমের নামে
আহা! মহা ধুমধামে,
রাস্তা ঘাটে, পথে মাঠে করছে পটকাবাজি।


দিচ্ছি অভিশাপ, যারা দ্রব্যের বাজারে
শতের মাল উঠাল হাজারে,
ধন কুবের হয়ে মাথায় বসেছে আজি।


দিচ্ছি অভিশাপ, যারা নৈতিকতার মানে
অনৈতিকতা জানে,
মনের আনন্দে করছে যা ইচ্ছা তাই।


দিচ্ছি অভিশাপ, যারা দুর্নীতির বাপ
বিষধর কালসাপ,
সোনার বাংলা পুড়িয়ে করল ছাই।


সস্তাপুর, নারায়ণগঞ্জ।
১১ ডিসেম্বর, ২০১৩ ঈসায়ী।