কার্তিকের শেষে
দিনটা নতুন বেশে,
এলে আবার যেন
তুমি একটু হেসে।


স্নিগ্ধ সন্ধ্যার শেষে
আলু-বালুর দেশে
নতুন এক অনুভূতি
রক্তে গেল মিশে।


অন্যরকম এই দিনে
অন্য স্বাদ মনে
এনে দিলে হঠাৎ
নিস্তেজ এই প্রাণে।


গমগমে এই বাড়ি
আসন পাতা কত সারি,
আমি তো দূরেই ছিলাম
তবু গেলেনা আমায় ছাড়ি।
হাঁক-ডাক কোলাহল চারদিকে
তবু মায়া নিয়ে চোখে,
এলে কত কাছে
উহঃ কত শান্তি আজ বুকে।
দেখা হয়নি বেশী
কথা হয়েছেও কম;
তবুও তোমার কারণে আজ
দিনটা অন্য রকম।


কালিঞ্জিপাড়া, মুন্সিগঞ্জ।
২৭ কার্তিক, ১৪১৯ বাংলা। ১১ নভেম্বর, ২০১২ ঈসায়ী।