প্রেমে তো সবাই পড়ে,
কেউ পড়ে আগুনের
কেউ পড়ে ফাগুনের।
কেউ পড়ে মানুষে
কেউবা পরিবেশে।
কেউ প্রেমে আস্থায়
কারও প্রেম সস্তায়।
কারও প্রেম কবিতায়
প্রেম নায়িকা ববিতায়।
কারও প্রেম হাঁসিতে
বাদকের প্রেম বাঁশিতে।
কারও প্রেমে মাতামাতি
কারও প্রেমে হাতাহাতি।
প্রেম আছে আনন্দে
কারও প্রেম ছন্দে।
কারও প্রেমে উদারতা
কারও প্রেমে নীরবতা।
প্রেমে পাগল ষোড়শী
কারও আসে যখন আশি।
প্রেম কারও ফসলের মাঠে
কারও প্রেম রাস্তা ঘাটে।
প্রেমও আছে পাগলে
প্রেম জবর দখলে।
কত প্রেমে হানাহানি
প্রেমেতে হয়ও কানাকানি,
কত প্রেমে টানাটানি
কেউবা চায় না জানাজানি।
প্রেম তো ভাই হরেক প্রকার
ন্যায়ে কিংবা অন্যায়ে, এ দুটোই মুল তাহার।
কর তুমি প্রেম ন্যায়ে
অন্যায়ে প্রেম যায় ক্ষয়ে।
বুঝ না ভুল প্রেম নিয়ে
প্রেমেতেই বিশ্ব ডুব দিয়ে।



সস্তাপুর, নারায়ণগঞ্জ।
১৯ ডিসেম্বর, ২০১৩ ঈসায়ী।