আবদার


জাহিদ হোসেন রনজু
--------------------------®


ভোর বেলা ঘুম থেকে
                 যেই না উঠেছি,
পাঁচজন বিচ্ছু যে
                   এমনই আসি
দুই দলে ভাগ হয়ে
                 রাখে আবদার,
'লিখে দাও একখানা
                  কবিতা এবার।
সে কবিতায় লিখবে
               কোন্ দল ভালো,
কে বেশী জিতল আর
              কেবা হেরে গেল।
এই মোরা বসলাম
            লিখো তাড়াতাড়ি,
না লিখলে আজ আর
                নাই ছাড়াছাড়ি।'


দুই পাশে দুই দল
               সাঁজ সাঁজ রব,
প্রলয়ের ঘনঘটা
                  বেশ কলরব।
যত বলে তারচেয়ে
                  উচ্ছাস বেশী,
মারামারি কাটাকাটি
              চলে কাঁদা হাসি।
এক দলে দুইজন
              আর পাশে তিন,
মাঝখানে পড়ে আমি
                 বেহাল কঠিন।
দূু'দলের এক দাবী
                জিতাতেই হবে,
হারানো তো যাবে নাকো
                দল কোনভাবে।
'যদি মোর দল হারে
              কথা ক'ব নাকো।
পাবে নাকো খুঁজে আর
             যত তুমি ডাকো।'
এমন হুমকি আসে
                 দুই দল থেকে,
কি লিখি কাকে হারাই
             উঁকি মেরে দেখে।
কাকে রেখে কাকে আমি
                  করি তাই খুশি,
দু দলই প্রিয় খুব
                  নয় কম বেশী।
এক দলে জোট বেধে
                  বসে তিনজন,
ব্রাজিল ছাড়া তাদের
              কেউ নয় আপন।
অার দল ভালবাসে
                       আর্জেন্টিনা,
এই দল ছাড়া তারা
                 কিছুই  বুঝে না।
মেসি নামে ককটেল
                 কেউ ছুড়ে মারে,
নেইমার স্কার্ড
               কেউবা যে ছাড়ে।
বিকট সে চিৎকার
                কান ঝালাপালা,
আমারই দুই পাশে
               ফাটে সেই গোলা।
দুই হাতে কান ঢেকে
                  বসে বসে ভাবি,
কেন যে হতে গেলাম
                   আধখানা কবি।
আর ডাকি ঈশ্বর,
                       আল্লাহ তুমি,
দু'দলের মা পাঠাও
                  বেঁচে যাই আমি।
শোনেন না উনি সেটা
                      আগেরই মত,
শুনিনিকো সে আগেও
                 ডেকেছি যে যত।
হঠাৎ মাথার মাঝে
                     এলো যে বুদ্ধি,
দু'দলের মাঝে চাই
                        হওয়া সন্ধি।
এই ভেবে বললাম-
              'হাত তুলো কে কে,
ভালবাসো খুব বেশী
                  নিজ দেশটাকে?'
যেই বলা ওমনই
                      দুই পাশ হ'তে,
হাতগুলো সকলের
                  উঠে সাথে সাথে।
ভাবলাম এ সুযোগ
                 যাবে নাকো ছাড়া,
এ সুযোগ হারালে
                    যেতে হবে মারা।
তাই হেসে বললাম
                     'সবে হাত ধরো,
দেশের চেয়ে যে আর
                      নেই কিছু বড়।
কি লাভ বলো তো দেখি
                     হয়ে ভিন্ দেশী?
তারচেয়ে এসো সবে
                    দেশ ভালবাসি।
ভুলে যাই কে ব্রাজিল
                         আর্জেন্টিনা,
ভুলে যাই কে মানিক
                  কেবা ম্যারাডোনা।
মাশরাফি মুশফিক
                        আর ইকবাল,
দেশেরই সম্মানে
                       ধরেছেন হাল।
মেসি আর নেইমার
                   ভুলে যেয়ে তবে,
ওদেরকে ভালবাসি
                 এসো আজ সবে।'
দু'দলই রাজি হয়
                     ভুলে আবদার,
ছেলে,মেয়ে,ভাগনেরা
                    ভাইপো আমার।
------------------------------
পরিমার্জিতকরণ-২৯ মে, ২০১৮।