বাংলাদেশ
জাহিদ হোসেন রনজু।


-------------------------------------------®


হাজার বছরের বাংলাদেশ আমার প্রিয় মাতৃভূমি,
সুজলা সুফলা শষ্য শ্যামল পূণ্য জন্মভূমি।


পদ্মা-মেঘনা-গঙ্গা-বহ্মপূত্র শত নদ নদী,
জালের মত ছড়িয়ে এ দেশে বহে নিরবধি।


আদি অস্ট্রিক, আলপীয়, দ্রাবিড়, আর্য সভ্যতায়
এদেশ আমার গড়ে উঠেছে দৃঢ় অসাম্প্রদায়িক চেতনায়।


লক্ষ বাউল, গায়ক, কবিয়াল কবিদের অবদানে
এদেশ আমার জেগে থাকে চিরকাল সম্প্রীতির বন্ধনে।


চর্যাপদ-মঙ্গলকাব্য-শূণ্যপূরাণ বৈষ্ণব পদাবলী
পদ্মাবতী-পুথি-নাথ-মার্সিয়া-সঞ্চিতা-গীতাঞ্জলী ।


রামাই পন্ডিত-মুহাম্মদ সগীর-বড়ু চন্ডিদাস,
আলাওল-ভরতচন্দ্র-জয়দেব-কবি কৃত্তিবাস।
কায়কোবাদ-মাইকেল, জসিমউদ্দিন-বিশ্বকবি-নজরুল
যুগে যুগে আলো ছড়ায়েছে এই বাংলায় অবিরল।


শত সূফী সাধকের পদচারণায় পবিত্র এ জনপদ
শত সন্যাসী, বৌদ্ধ ভিক্ষু, মনু-ঋষি আমাদের সম্পদ ।


রাজা রামমোহন, বিদ্যাসাগর, দানবীর মহসিন
বেগম রোকেয়া, বিবেকানন্দ হৃদয়েতে সমাসীন।


জগদীশ-বোস-মেঘণাদ-কুদরত নক্ষত্রসম জ্যোতি
তাঁদের সৃষ্টিতে বিজ্ঞানে বাংলার জগৎ জুড়ে আজ খ্যাতি।


অতীশ দীপঙ্কর, শহীদুল্লাহ, জয়নুল অমত্য সেন,
ক্ষণজন্মা মনিষীরাই এ বাংলাকে ঋদ্ধ করেছেন।


এদেশে জন্মেছে শত শতাব্দী ধরে কত বীর-বীরেশ্বর
যাদের কল্যাণে পরাভব মানেনিকো এ বাংলা প্রান্তর।


ঈশা খাঁ, তিতুমীর, ক্ষুদিরাম, প্রীতি-নেতাজী মহীয়ান
সালাম,রফিক, বরকত, বঙ্গবন্ধু এ বাংলার শ্রেষ্ট সন্তান।


লক্ষ শহীদের রক্ত ঋণে মাখা আমাদের নামাবলি
কোরআন, ত্রিপিটক, বাইবেল, গীতায় আমরা যে পথচলি।


বাঙালি,পাহাড়ী,আদিবাসি মিলে আমরা সেই সে জাতি
হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীস্টান ভ্রাতৃ্ বন্ধনে যারা জ্ঞাতি।


যুগ যুগান্তর শত শতাব্দী ধরে মহীয়সী এই দেশ
ফুল-ফল-বন, নীলাকাশে ঘেরা আমার বাংলাদেশ।


---------------------------------------------
(১৬.জুলাই, ২০১৬, ঢাকা)