মৃত্যু নয়, চাই জীবন


জাহিদ হোসেন রনজু।
---------------------------------------®


মৃত্যু সীমান্তে বসে করি শূন্যতা অনুভব,
মৃত্যুর করাল গ্রাসে দেখে যাই জীবনের পরাভব।


মৃত্যু ভয়ানক; জীবন মধুময় অনিন্দ্য সুন্দর,
মৃত্যুর চেয়েও জীবন কখনো তথাপি ভয়ঙ্কর।


মৃত্যুর মত মৃতভাবে বেঁচে থাকা হয় যখন,
মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠে জীবন তখন।


মৃত্যু অনিবার্য, নিত্য, সত্য এবং চিরন্তন
মৃত্যু নয় তবু চাই আমি অনুপম মধুর জীবন।


মৃত্যুতে নিঃশেষ হবো এ নহে ইচ্ছে যে আমার
মৃত্যু লঙ্ঘিয়ে যাবো সে ইচ্ছে প্রাণে অনিবার।


-----------------------------------------
২০ সেপ্টেম্বর, ২০১৭, মিরপুর, ঢাকা।