""""""""
         তুমি এখন
   জাহিদ হোসেন রনজু।
-----------------------------------®


তুমি যেদিন
বকুল ফুলের মালা গাঁথলে,
আমায় দিলে-
সেদিন থেকেই অনেক কিছুর অনেক মানে
বদলে গেল আমার কাছে।
পূর্ণিমা চাঁদ হয়ে গেল
তোমার মুখের প্রতিচ্ছবি।
নিকষ কালো পর্দা ঢাকা আঁধার রাতেও
তোমায় দেখি ফুটফুটে চাঁদ।


এমনতর অনেক কিছুই পাল্টে গেল, পাল্টে গেল।


যে আমিটা ছিলাম অনেক ঘুমে কাতর
সেই আমিটাই
গভীর রাতে তোমায় নিয়ে স্বপ্ন বুনে,
রাত্রী জাগে।


যে তুমিটা আমার কাছে
ছিলে শুধু একটি মানুষ
সেই তুমিটাই পাল্টে হলে অনেক মানে-
স্বপ্ন সাথী,
জীবন তরী,
সুখ-দুঃখ,
মান অভিমান,
ভাললাগা, ভালবাসা।


তুমি এখন আমার কাছে অনেক কিছু, অনেক কিছু।
তুমি এখন আমার কাছে
আমার চেয়েও অনেক দামী, অনেক দামী।।


(২৬.০৮.২০১৬, সোনারগাঁও, নারায়নগঞ্জ)