বলতে পারো কেমন তর
বুকের জ্বালা চিতা-র দহন,
কাঠ কয়লার অনল বানে
পোড়ে দেহ হৃদয়ে সহন!


বলতে পারো বধির মুখে
না বলা সব কথার মালা,
হৃদয়ে জমা উজান পলি
পার ভাঙা জীবন জ্বালা!


স্বপ্ন স্বাদের অচক্ষু মন
নীল গগনের স্বপ্ন ঘুড়ি,
বন্ধ খাঁচায় দম নাটাই
অস্ফুট স্বর উড়া উড়ি!


বিরহী মনে দুঃখ নিয়েই
চলছি সদা কানার হাটে,
ঘনঘোরে আঁধার নিশীথে
বাঁচার আশা এ সংকটে!


পোড়ে এ দেহ ভালবাসা
হৃদয় সহন স্বপন ভাঙ্গে,
তবুও মনন বাঁচার তরে
নতুন আশা আবীর রঙে!


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৬ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ/২১ মহররম ১৪৪৩ হিজরি/৩১ আগষ্ট ২০২১ খ্রিস্টাব্দ।