ভাবছো তুমি তোমায় ছেড়ে
আমার বাঁচার আশা!                        
এই না দেহ খড়কুটো মন
নদীর জলে ভাসা।


নীল গগনে নীল নয়নে
করছো স্বপন চাষ,
আমার অবুঝ প্রতিক্ষা মন
বাদল বারো মাস।


এখন তোমার মাঝ দুপুরে
রবির প্রতাপ খেলা,
ভাবছি বসে সাঁঝ আকাশে
পরিযায়ীর ভেলা।


যাচ্ছে সময় এমনি কেটে  
যাচ্ছে বয়ে দিন,
খুঁজোনি তো পাষান বন্ধু
ভালোবাসার ঋণ!


হলেও দেখা হতে পারে
নদীর ঐ না কুলে,
আমি বন্ধু নেবই চিনে
যাবোনা তোমায় ভুলে।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৭ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ/১৫ রজব ১৪৪১ হিজরি/১১ মার্চ ২০২০ খ্রিস্টাব্দ।