কেন তুমি এমন কর
ক্ষণেক আসো মনে,
ক্ষণে হাসো ক্ষণে ভাসো
ক্ষণেক নিপোবনে।


তোমার প্রেমে আকুল হয়ে
যখন মেলি আঁখি,
হেথায় হোথায় কোথায় তুমি
কিছুই নাহি দেখি।


ঘর বাঁধিব তোমায় পেলে
উজান গাঙের পাড়ে,
আপন মনে সুর সাঁধিব
তোমার প্রেমের নীড়ে।


তোমার আশায় বসে আছি
একলা আন্ধার ঘরে,
তোমায় ছাড়া বন্ধু আমার
মন'যে কেমন করে।


বন্ধু ওগো তোমায় নিয়ে
স্বপ্ন আঁকে মন,
তোমার খোঁজে উদাস পাগল
প্রেমপিয়াসী জন।


না আসিলে বন্ধু তুমি
মনে লাগে ব্যথা,
এলোমেলো অগোছালো
হৃদয় কাব্য কথা।


আমার সকল কাব্য কথা
বন্ধু তোমার জন্য,
নাইবা পেলে বন্ধু তোমায়
হব'যে আমি বন্য।


ভালবাসি আমি বন্ধু তোমায়
জানে তোমার মন,
আমার সকল সৃষ্টি সুখেতে
তোমাকেই প্রয়োজন।


বন্ধু তুমি তোমার বুকেতে
আমায় দিওগো ঠাই,
ইহকাল পরকাল যেন বন্ধু
তোমারই পরশ পাই।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৫ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ/২১ শাবান ১৪৩৯ হিজরী/৮ মে ২০১৮ খ্রীষ্টাব্দ
E-mail: zahidmadaripur@gmail.com
Cell: +882-01715244190