একটা ছবি আঁকব মনে
ভাবনা হলো জড়ো,
পটভুমি তার হবে কেমন
মন কাঁপছে থরথর।


কাঁটা কম্পাস কালার কাগজ
সবই নিলাম কিনে,
ছবি হবে এমন তরো
মনজগৎ যাকে চিনে।


ভাবছি আমি কোন রঙে
করব তবে শুরু,
বিজ্ঞ মনা শতেক জনা
পটুয়া টোকাই গুরু।


বলছে কেহ ছবি আঁকার
ব্যাকরণ জান নি?
বিনয়েই বলি কাগজ কম্পাস
কালার তো চিনি।


আমার মত আঁকব আমি
মনের রং মিশিয়ে,
এক্সিবিশন করব না ভাই
অন্য কোথাও গিয়ে।


আমার মনের ভাবনাগুলো
তুলিতে দিয়ে ভর,
ভাব সাগরে আঁকব ছবি
স্বপ্ন বাসর ঘর।


সু'খ দুঃখের স্বপ্ন নিয়ে
রংধনুর রং মিশিয়ে,
আঁকব বসে আমার ছবি
নদীর পাড়ে গিয়ে।


নরম হাতের কাঁকন বাজে
রিনিঝিনি সেই তাল,
কলসী কাখে গাঁয়ের বধুর
বিরহী মন মাতাল।


আমার গাঁয়ের দামাল ছেলেরা
লাফিয়ে পড়ে জলে,
কি'বা অপরূপ বাংলার রূপ
ছবিতেই কথা বলে।


কৃষান চাহিয়া সবুজ মাঠেতে
বুকেতে স্বপ্ন লয়ে,
শোকতাপে কৃষানী নকশী কাঁথা
পুঁজিবাদী বিষ সয়ে।


নাইবা হলো আমার ছবি
বিখ্যাত মোনালিসার মত,
চাইনা বিলাস মিথ্যে ভুষন
নিষেধ করে'সে যত।


একাই আমি আমার মতন
আঁকব প্রেমের ছবি,
পটুয়া টোকাই ভেবনাকো কেউ
আমি নইতো কবি।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১০ চৈত্র ১৪২৪/৫ রজব ১৪৩৯ হিজরী/২৪ মার্চ ২০১৮ খ্রীষ্টাব্দ।
E-mail: zahidmadaripur@gmail.com