আসর কাব্যে জমানো কথা
শতক রঙে রঙিন পাতা,
নেতার কথা বুকের ব্যথা
নীতির প্রশ্নে স্বপ্নের খাতা।


জাতির নেতা ছিলেন যারা
আজকে সবে জগত হারা,
আদর্শ কর্ম তাদের নীতি
উজ্জল জ্যোতি দেশের প্রতি।


আজকে নেতা বাজার মান
অন্যায্য জোর ক্ষমতা বান,
সমাজে নেই কোনই দান
তবুও তারা মহৎ জন।


আদর্শ যারা বিবেক বান
সমাজে নেই তাদের মান,
চাটুক জনে মারছে তেল
আদর্শ ঘুমে নেতার খেল।


বিবেক যদি নাইবা জাগে
চলছে গাড়ী গরুর আগে,
কোমা-র বোধ উঠুক জেগে
বিবেক হীন নেতাকে ত্যাগে।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৬ জৈষ্ঠ্য ১৪২৫ বঙ্গাব্দ/২৪ রমজান ১৪৩৯ হিজরী/০৯ জুন ২০১৮ খ্রীষ্টাব্দ।
E-mail: zahidmadaripur@gmail.com
Cell: +8801715244190