রুপকথার রাজ‌্যে এক রানী শ্রীমতি,
সুখ দুখ সবি লয়ে সেথায় বসতি।
আসিল পথিক এক পথভোলা মনে,
পরিল পিরিতে বাঁধা শ্রীমতির সনে।
জিয়ন কাঠিতে তব পথিকের হাত,
রাক্ষুসীর রাজ‌্যে যবে জীবন প্রপাত।


তিব্বত হতে জল উছলিয়া ছোটে,
শ্রীমতি পথিক মনে ফুলকলি ফোটে।
তাজমহলের তাজ প্রেমেতে বিভোর,
দেখিছে পথিক চাহি শ্রীমতির ভোর।
উচ্ছল তরঙ্গ তবু ওষ্ঠে দেয় চিক,
মিলন তিথীতে তব শ্রীমতি পথিক।


জীবনের ধারাপাতে জ্বরা ব্যাধি ক্রোধ,
মিলনেই হোক তবে দু'খ গ্লানী রোধ।