তোমার ছাঁচ তোমার মন
আমার ছাঁচ মনের মতন,
নিযুত ছাঁচের লক্ষ ধরণ
প্রত্যয়ী মন ছাঁচের গড়ন।


হরেক রকম ছাঁচের মেলা
প্রেমের বোধন অলস বেলা,
কামার কুমার ছাঁচেই ফেলে
রূপের গড়ন হৃদয়ে মেলে।


প্রকৃতির ছাঁচে প্রকৃতি ধায়
মানব সভ্যতা মোহ বিকায়,
ধরাতে বৈরিতা প্রকাশ পায়
বলো'না কি'ক্ষতি তোমার তায়!


নাটাই ঘুড়ির আকাশ উড়া
কামনা ছাঁচের শিখর চূড়া,
কোন'সে ছাঁচের মনন ভেলা
সৃজনে খালিক্ব আপন খেলা।


প্রকৃত ছাঁচের সঠিক গড়'
কোথায় কেমন কিসের পর!
বিবেক নয়ন বোধন তায়
ছাঁচের গড়ন বিকাশ পায়।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৫ বৈশাখ ১৪২৬ বঙ্গাব্দ/২১ শাবান ১৪৪০ হিজরি/২৮ এপ্রিল ২০১৯ খ্রিস্টাব্দ।