মুসলিম মুমিন অন্তরে জোর
পাঁচটি স্তম্ভ ধরে,
সালাত রোজা হজ্ব যাকাত
আর ঈমান অন্তরে।


বছর ঘুরে মুমিন দ্বারে
আসে মাহে রমজান,
আল্লাহ তুষ্টি জীবন পুষ্টি
জুড়াই মনও প্রাণ।


ফরয সালাত কায়েম সদাই
জীবন মরন লালন,
সেহরী ইফতার শুদ্ধ চিত্তে
করব সবাই পালন।


বরকতময় মাস মাহে রমজান
খোদার অশেষ দান,
রহমত নাজাত আর মাগফিরাত
অর্জন করে পূণ্যবান।


তোমার রহমত মহান মাসে
মনে শপথ করি,
নাজাত দাও'গো দয়াময় প্রভু
আলোকের পথ ধরি।


মহান মাসের সিয়াম শেষে
আসবে খুশির দিন,
পাপ-তাপ সব করেছি সাফ
ঈদ আনন্দে লিন।


রমজান মাসে দয়ার প্রভু
রইল মিনতি আমার,
জরা ব্যধি অন্যায় মুছে
সকল হৃদয় বাহার।


ক্ষণিকের তরে সূর্য উদয়
ক্ষণিক পরে অস্ত,
কেন মিছে মায়াজালে
দিবানিশি ব্যস্ত?


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ০২ জৈষ্ঠ্য ১৪২৫ বঙ্গাব্দ/২৯ শাবান ১৪৩৯ হিজরী/১৬ মে ২০১৮ খ্রীষ্টাব্দ
E-mail: zahidmadaripur@gmail.com
Cell: +882-01715244190