যে মশা বসা মাত্রই কামড় দেয়- রাক্ষুসে মশা।
যে মশা দিনের বেলায় কামড়ায়- সন্ত্রাসী মশা।
যে মশা মশারীর ভিতর ঢুকে কামড়ায়- সাহ্সী মশা।
যে মশা বই পুস্তকে বসে- শিক্ষিত মশা।
যে মশা লেখাপড়ার সময় কামড়ায়- অশিক্ষিত মশা।
যে মশা ঘুমন্ত ব্যক্তিকে কামড়ায়- সুযোগ সন্ধানী মশা।
যে মশা চেয়ার এবং টেবিলের উপর বসে- বুদ্ধিজীবী মশা।
যে মশা থাপ্পর দিলে হাতের ফাঁক দিয়ে চলে যায়- বিচক্ষণ মশা।
যে মশা নামাজরত অব্স্থায় কামড়ায়- নাস্তিক মশা।
যে মশা য্ন্ত্রপাতির উপর বসে- গবেষক মশা।