ভুল ব্যাখ্যার ফসল
এস এম জহিরুল ইসলাম

তুমি প্রতিজ্ঞা করেছ ভাল-মন্দ কিছুই বলবে না
তাতে আমার কষ্টই হবে
নিঃশব্দে ফিরে যাব ডাকলেও আসব না,
হৃদয়ের ভাবনা
ভুল যে আমার,
আজও তিরষ্কার করবে আমায়!

ভুল ব্যাখ্যায়...
দুটি মন নিমিষেই কাটা বিদ্ধ হবে
নয়নে অশ্রæ ঝরে, হৃদয়ের আর্থনাত
পৃথিবীকে জানান দিবে
এ আমার ভুল ব্যাখ্যার ফসল।

ভুলই বার বার শুনতে চাইতে
আজও শুনতে চেয়েছ,
বলার কিছুই নেই
তোমার চাওয়া পাওয়ার সবকটা দিক
তোমার উপর ছেড়ে দিলাম,
তোমার জন্য এ আমার জীবনের শ্রেষ্ঠ উপহার।

তুমি কি আমায় তিরস্কার করবে ?
এ আমি ভাবতে পারছি না ।
তাই সময়ে অসময়ে তোমার কথার
ভুল ব্যাখ্যা খুঁজি।