এই দেশে স্বাধীনতা কতটা স্বাধীন?
অস্তিত্বের ছদ্ম নামে নিজেরা নৃশংস,
রক্তবর্ণ চাপা মারি মানুষ আংশিন,
অধোগতির সম্মেলনে ব্যাঙ্গের উৎস।
দরিদ্র থাবায় মানুষ বহুল ব্যাপ্ত,
ক্ষমতার সিংহাসনে শাসক রাজত্ব।
প্রজাতন্ত্রের অকথন দুর্নীতি পোষে,
মানুষের শত্রু হলো নিজেরা এদেশে।


আজ বিনাশের আলোতে আসে আবেগ,
প্রখর রুদ্রে সৃষ্টি হয় বেদনা-ভেগ।
এই জমিনে উঠতে পারে অবশেষে,
আরেক নজরুল কোঁকড়া ইক্ষু কেশে,
দুর্নীতি হেরে আসবে কংসারি বিপ্লবী,
নিত্যতার আলোয় প্রজাতন্ত্রের নবী।